শ্রী কৃষ্ণের 108 টা নাম বাংলা pdf


হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার ব্লগ আমাদের ব্লগে আজকে আপনাকে অনেক স্বাগতম।
আজকে আমরা শ্রীকৃষ্ণের নাম বা ১০৮ টা নাম এর লিস্ট দেখবো যে
নামগুলি একটি ছন্দের আকারে দেওয়া হয়েছে। আপনি যদি এই নিম্নে এই
১০৮ টা নাম প্রত্যেকদিন সন্ধ্যায় পাঠ করেন তাহলে আপনার জীবনে শান্তি এবং
সুখ ফিরে আসবে।




আপনি হয়তো google এ সার্চ করেছেন যে শ্রীকৃষ্ণের একশ আট টি নাম এবং
আমাদের এই ওয়েবসাইট টি এসেছে তাই আমাদের কর্তব্য আপনাকে সঠিক দিয়ে সাহায্য করা




আমি নিচেতে এই ১০৮ টা নামের লিস্ট দিয়ে যেগুলি আপনি প্রত্যেকদিন পাঠ করলে
একটি ভালো ফল পাবেন



শ্রী কৃষ্ণের 108 টা নাম বাংলা pdf



DOWNLOAD PDF





  1. শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন

  2. যশোদা রাখিল নাম যাদু বাছাধন

  3. উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল

  4. ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল

  5. সুবল রাখিল নাম ঠাকুর কানাই

  6. শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই

  7. ননীচোরা নাম রাখে যতেক গোপিনী

  8. কালসোনা নাম রাখে রাধা-বিনোদিনী

  9. কুব্জা রাখিল নাম পতিত-পাবন হরি

  10. চন্দ্রাবলী নাম রাখে মোহন-বংশীধারী

  11. অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া

  12. কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া

  13. কণ্বমুনি নাম রাখে দেব-চক্রপাণি

  14. বনমালী নাম রাখে বনের হরিণী

  15. গজদন্তী নাম রাখে শ্রীমধুসূদন

  16. অজামিল নাম রাখে দেব নারায়ণ

  17. পুরন্দর নাম রাখে দেব শ্রীগোবিন্দ

  18. দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু

  19. সুদাম রাখিল নাম দারিদ্র-ভঞ্জন

  20. ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন

  21. দর্পহারী নাম রাখে অর্জ্জুন সুধীর

  22. পশুপতি নাম রাখে গরুড় মহাবীর

  23. যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর

  24. বিদুর রাখিল নাম কাঙাল ঈশ্বর

  25. বাসুকি রাখিল নাম দেব-সৃষ্টি-স্থিতি

  26. ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথি

  27. নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন

  28. ভীষ্মদেব নাম রাখে লক্ষ্মী-নারায়ণ

  29. সত্যভামা নাম রাখে সত্যের সারথি

  30. জাম্বুবতী নাম রাখে দেব যোদ্ধাপতি

  31. বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার

  32. অহল্যা রাখিল নাম পাষাণ-উদ্ধার

  33. ভৃগুমুনি নাম রাখে জগতের হরি

  34. পঞ্চমুখে রামনাম গান ত্রিপুরারি

  35. কুঞ্জকেশী নাম রাখে বলী সদাচারী

  36. প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ-মুরারি

  37. বশিষ্ঠ রাখিল নাম মুনি-মনোহর

  38. বিশ্বাবসু নাম রাখে নব-জলধর

  39. সম্বর্ত্তক রাখে নাম গোবর্দ্ধনধারী

  40. প্রাণপতি নাম রাখে যত ব্রজনারী

  41. অদিতি রাখিল নাম অরাতি-সূদন

  42. গদাধর নাম রাখে যমল-অর্জ্জুন

  43. মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল

  44. দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল

  45. বৃন্দাবনচন্দ্র নাম রাখে বৃন্দাদূতী

  46. বিরজা রাখিল নাম যমুনার পতি

  47. বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি

  48. লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র-সারথি

  49. সন্দীপনী নাম রাখে দেব অন্তর্যামী

  50. পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী

  51. পদ্মযোনি নাম রাখে অনাদির আদি

  52. নট-নারায়ণ নাম রাখিল সম্পাতি

  53. হরেকৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম

  54. ললিতা রাখিল নাম দূর্ব্বাদল শ্যাম

  55. বিশাখা রাখিল নাম অনঙ্গমোহন

  56. সুচিত্রা রাখিল নাম শ্রীবংশীবদন

  57. আয়ান রাখিল নাম ক্রোধ-নিবারণ

  58. চন্ডকেশী নাম রাখে কৃতান্ত-শাসন

  59. জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্তমণি

  60. গোপীকান্ত নাম রাখে সুদাম-ঘরণী

  61. ভক্ত গণ নাম রাখে দেব জগন্নাথ

  62. দুর্ব্বাসা রাখেন নাম অনাথের নাথ

  63. রাসেশ্বর নাম রাখে যতেক মালিনী

  64. সর্ব্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী

  65. উদ্ধব রাখিল নাম মিত্র-হিতকারী

  66. অক্রূর রাখিল নাম ভব-ভয়হারী

  67. গুঞ্জমালী নাম রাখে নীল-পীতবাস

  68. সর্ব্ববেত্তা নাম রাখে দ্বৈপায়ন ব্যাস

  69. অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর

  70. সুরলোকে নাম রাখে অখিলের সার

  71. বৃষভানু নাম রাখে পরম-ঈশ্বর

  72. স্বর্গবাসী নাম রাখে সর্ব্ব পারাত্পর

  73. পুলোমা রাখেন নাম অনাথের সখা

  74. রসসিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা

  75. চিত্ররথ নাম রাখে অরাতি-দমন

  76. পুলস্ত্য রাখিল নাম নয়ন-রঞ্জন

  77. কশ্যপ রাখেন নাম রাস-রাসেশ্বর

  78. ভান্ডারীক নাম রাখে পূর্ণ শশধর

  79. সুমালী রাখিল নাম পুরুষ-প্রধান

  80. পুরঞ্জন নাম রাখে ভক্তগণ-প্রাণ

  81. রজকিনী নাম রাখে নন্দের দুলাল

  82. আহ্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল

  83. দেবকী রাখিল নাম নয়নের মণি

  84. জ্যোতির্ময় নাম রাখে যাজ্ঞবল্ক্য মুনি

  85. অত্রিমুনি নাম রাখে কোটি চন্দ্রেশ্বর

  86. গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর

  87. মরীচি রাখিল নাম অচিন্ত্য-অচ্যুত

  88. জ্ঞানাতীত নাম রাখে সৌনকাদি-সুত

  89. রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল

  90. বসুগণ নাম রাখে ঠাকুর দয়াল

  91. সিদ্ধগণ নাম রাখে পুতনা-নাশন

  92. সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপোধন

  93. ভাগুরি রাখিল নাম অগতির গতি

  94. মত্স্যগন্ধা নাম রাখে ত্রিলোকের পতি

  95. শুক্রাচার্য্য রাখে নাম অখিল-বান্ধব

  96. বিষ্ণুলোকে নাম রাখে শ্রীমাধব

  97. যদুগণ নাম রাখে যদুকুলপতি

  98. অশ্বিনীকুমার নাম রাখে সৃষ্টি-স্থিতি

  99. অর্য্যমা রাখিল নাম কাল-নিবারণ

  100. সত্যবতী নাম রাখে অজ্ঞান-নাশন

  101. পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমর-ভ্রমরী

  102. ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী

  103. বঙ্কচন্দ্র নাম রাখে শ্রীরূপমঞ্জরী

  104. মাধুরী রাখিল নাম গোপী-মনোহারী

  105. মঞ্জুমালী নাম রাখে অভীষ্ট পূরণ

  106. কুটিলা রাখিল নাম মদনমোহন

  107. মঞ্জরী রাখিল নাম কর্ম্মবন্ধ-নাশ

  108. ব্রজবধূ নাম রাখে পূর্ণ অভিলাষ


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ